ফরিদপুরে একটি বাসের চাকা ফেটে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার ধূলদী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরছলিমাবাদ গ্রামের মো. আনসার আলীর ছেলে মো. শাহীনুর রহমান (৩৮) ও ঝিনাইদহ সদরের কালা গ্রামের মো. রাজ্জাকের ছেলে মো. শরিফুল ইসলাম (৪৮)।
করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুর রহমান বলেন, ঢাকা থেকে সোহাগ পরিবহনের একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। বাসটি ধূলদী রেলগেট পার হওয়ার সময় বাসটির সামনের বাম পাশের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আহত আরেকজনের মৃত্যু হয়। আহত পাঁচজন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার শিকার বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি এসএম শহীদুর রহমান।
আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন-প্রখর মণ্ডল (৪০), তন্দ্রা শর্মা (২২) ও আব্দুল কাদের (৪০)। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ