ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুলপুর থানার চুরির মামলায় মেহেরপুরের আরিফ ডাকাত গ্রেফতার

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২২, ১৫:৫৩

ময়মনসিংহের ফুলপুর থানার চুরির মামলায় মেহেরপুরের কুখ্যাত ডাকাত আরিফকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন এমসি বাজার এলাকা হতে তাকে ফুলপুর থানা পুলিশ গ্রেফতার করে। সে মেহেরপুরের পিরোজপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে। বর্তমানে গাজীপুরের শ্রীপুর থানার মুলাইদ এলাকায় সুফিয়া ফ্যাক্টরি সংলগ্ন আফাজ উদ্দিনের বাসার ভাড়াটিয়া ছিল।

থানা সূত্রে জানা যায়, ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভুঞার নির্দেশনায় ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে ফুলপুর থানার মামলা নং-৩১, তাং-২২/১১/২০২২ ইং ধারা- ৩৭৯ দণ্ডবিধির তদন্তকারী অফিসার এসআই মোফাখখির উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে মোটর সাইকেল চুরির ঘটনায় জড়িত আসামি হিসেবে আরিফ মিয়া ওরফে আরিফ ডাকাতকে (৪৫) বুধবার রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন এমসি বাজার এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আরিফ ডাকাতকে পুলিশ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আরিফ মেহেরপুরসহ বিভিন্ন থানার ডাকাতি, অস্ত্র, চুরি ও বিস্ফোরকসহ ১২ টির অধিক মামলার আসামি। সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলো।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ