ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জয়পুরহাটে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সভা

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২২, ১৫:৪৩

জয়পুরহাটে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রশাসকের সন্মেলন কক্ষে আঞ্চলিক তথ্য অফিস এর আয়োজনে এবং জেলা প্রশসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করছেন আঞ্চলিক তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান।

এসময় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এড.নৃপেন্দ্রনাথ মন্ডল। মুখ্য আলোচক ছিলেন কেন্দ্রীয় রবীন্দ্র সম্মেলন পরিষদ পরিষদের সহসভাপতি আমিনুল ইসলাম বাবুল।

অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক রতন কুমার খাঁ, জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মণসহ সরকারি কর্মকর্তাগন ও সাংবাদিকরা।

সভায় গুজব প্রতিরোধে মিডিয়ার ভুমিকা আরো গতিশীল করা এবং সমাজের সবাইকে ভূমিকা রাখার জন্য আহবান জানানো হচ্ছে। গুজবের বিভিন্ন তথ্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আঞ্চলিক তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ