ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

শেরপুরে ১৮ লাখ টাকার তক্ষকসহ দুই কারবারি আটক

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২২, ১৫:১৫

শেরপুরে ১৮ লাখ টাকা মূল্যের জীবিত তক্ষক উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৪ (র‌্যাব) ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে শ্রীবরদীর কর্ণজোড়া পশ্চিম বাজার এলাকার গরুর হাটের সামনে থেকে ওই তক্ষক উদ্ধার করা হয়। এ সময় অবৈধ দুই কারবারিকে আটক করা হয়। আটকরা হলেন সুজন মিয়া (৩৮) ও আলী হোসেন (২৮)।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি অভিযানিক দল শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন কর্ণজোড়া পশ্চিম বাজার সংলগ্ন গরুর হাটের সামনে অভিযান চালিয়ে ওই তক্ষকসহ দুই কারবারিকে আটক করে।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে বন্য প্রাণী তক্ষক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের ভাষ্য মতে উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা।

আসামিদের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ