ফেনীতে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় বুস্টার ডোজ থেকে শুরু হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) থেকে ভ্যাকসিনের চতুর্থ ডোজ টিকা দেওয়া হচ্ছে।
ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাসুদ রানা জানান, প্রথমদিকে অগ্রাধিকার ভিত্তিতে ৩ ডোজ প্রাপ্তির ৪ মাস অতিবাহিত হওয়ার পর ষাটোর্ধ্ব বয়সী ব্যক্তি, সম্মুখসারির করোনা যোদ্ধা, ১৮ বছর বয়সী দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তি, স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী, অন্তঃসত্ত্বা নারী ও দুগ্ধদানকারী মা।
ফেনী জেনারেল হাসপাতালের নতুন ভবনের ২য় তলায় ৪র্থ বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। গত দুইদিনে ৬৫ জন ৪র্থ ডোজ টিকা গ্রহন করে।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ