ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ড্রাইভিং শিখতে গিয়ে প্রাণ গেল কিশোরের

প্রকাশনার সময়: ২১ ডিসেম্বর ২০২২, ১৩:২৩

চুয়াডাঙ্গা দামুড়হুদার বাঘাডাঙ্গায় মাইক্রোবাস ড্রাইভিং শিখতে গিয়ে রিয়াদ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে শামীম (১৭) নামে আরও এক কিশোর।

বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা নতুন পাড়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ একই উপজেলার আরামডাঙ্গা গ্রামের ইউনুছ আলীর ছেলে।

কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এস আই মো. ইমরান জানান, ঘটনার সময় রিয়াদ মাইক্রোবাস (ঢাকা মেট্রো গ-১১-৪৭৭১) নিয়ে ড্রাইভিং শেখার জন্য কার্পাসডাঙ্গা থেকে দর্শনা দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রন হারিয়ে বাঘাডাঙ্গা জামে মসজিদের সামনে বট গাছের সাথে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সাথে থাকা শামীম (১৭) গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। নিহতর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় কবলিত মাইক্রোবাসটি কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প হেফাজতে নেয়া হয়েছে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ