কিশোরগঞ্জের পৌরশহরের শোলাকিয়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পাশে ব্যস্ততম রাস্তায় স্থানীয় বাসিন্দারা ময়লা ফেলার কারণে পথচারী ও স্কুলগামী ছাত্র-ছাত্রীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শোলাকিয়া এলাকার পৌরবাসীরা এবং পৌর পরিচ্ছন্ন কর্মীরা জেনে শুনেই বাসা-বাড়ির উচ্ছিষ্টগুলো এই রাস্তার পাশে ফেলে রাখে ফলে ময়লার পঁচা দুর্গন্ধে পথচারীরা ও রাস্তা সংলগ্ন ছাত্র-ছাত্রীরা নাকে মুখে রুমাল কিংবা আঙ্গুল গুঁজে পথ চলতে হচ্ছে। পথচারীরা এ ময়লাস্থান কোনরকমে পার হয়ে নিস্তার পেলেও স্কুলরুমে প্রতিনিয়ত ময়লার গন্ধে বাতাস ভারী হয়ে উঠে।
এ ব্যাপারে শোলাকিয়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে নিকট অতীতে মানববন্ধন এবং পৌরপিতাকে অবহিত করলেও এর প্রতিকার পাচ্ছে না। স্কুলের কর্তৃপক্ষের অভিযোগ স্থানীয় কমিশণার এলাকাবাসীদের উৎসাহ প্রদান করেন এ জায়গায় ময়লা ফেলতে।
অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাহিদ সুলতানা রুপা বলেন, স্কুলের সামনের রাস্তায় ময়লা ফেলায় আমরা নাকে-মুখে কাপড় গুজে ক্লাস করতে হয়। ময়লার পচা দুর্গন্ধ স্কুলে ঠেকা দায় হয়ে পড়েছে। উক্ত জায়গায় ময়লা ফেলতে পৌর পরিচ্ছন্ন কর্মীদের বাধা প্রদান করেছি। তারা আমাদের কথায় কোন কর্ণপাত করে না। উল্টো আমাদের প্রতি এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রতি তারা ক্ষিপ্ত হয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ (পারভেজ মিয়া) দৈনিক নয়াশতাব্দীকে জানান, এটা স্কুল হওয়ার পূর্বে থেকেই পৌরসভার ময়লা ফেলার নির্ধারিত স্থান ছিলো। ময়লা যাতে ছড়িয়ে ছিটিয়ে না থাকে এবং দুর্গন্ধময় না হয় সেটার জন্য স্থায়ী একটা বাউন্ডারি অচিরেই নির্মিত হবে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ