ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বেটাইও ভাত দেয় না, শেখ হাসিনা দেয় টেকা : মমতাজ

প্রকাশনার সময়: ২০ ডিসেম্বর ২০২২, ১৯:৫৬
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, পেটের বেটাইও ভাত দেয় না, শেখ হাসিনা দেয় টেকা। বিধবা ভাতা থেকে শুরু করে শেখ হাসিনা কত রকমের ভাতা চালু করেছেন। এর চায়তে দরদী মা কোথায় পাব, কন তো।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মমতাজ বেগম বলেন, শেখ হাসিনা ওইখানে বইসা বইসা ভাবেন, আমার গ্রামের কোনো মা না-খেয়ে আছি কিনা, সে কেমন আছে? তার চিন্তা শুধু আমাদের নিয়ে। দেশের মানুষ নিয়ে।

বাল্লা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন বাল্লা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সভ-সভাপতি মোল্লা লতিফ হাসান ভিকু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হরিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ মোল্লা এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. কামাল হোসেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. গোলাম মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবিদ হাসান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হাজারী শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি আজিম খান, বাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাচ্চু মিয়া, বাল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন, বাল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আল চিশতী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. রাসেল হোসেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য জাফর ইকবাল বিপুল, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মেহেদী জামাল ফুয়াদ প্রমুখ।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ