নড়াইল- ২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা তার নির্বাচনী এলাকায় জনতার মুখোমুখি হাজির হচ্ছেন। ‘জনতার মুখোমুখি, জনতার সেবক’ এ শ্লাগান নিয়ে বুধবার (২১ ডিসেম্বর) সদরের হবখালী ইউনিয়ন থেকে ব্যতিক্রমী এ আয়োজন শুরু করবেন।
এরপর তার নির্বাচনী আসনের ২০টি ইউনিয়নে পর্যায়ক্রমে জনতার মুখোমুখি হবেন। স্ব স্ব ইউনিয়নের সাধারণ মানুষের আয়োজনটি করবেন। এখানে যে কোনো রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এমপির কাছে তাদের এলাকা সম্পর্কিত যে কোনো প্রশ্ন করতে পারবেন। এমপি তাৎক্ষনিক তার উত্তর দিবেন।
হবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদশা মোল্যা জানান, বুধবার বিকেল ৩টায় হবখালী হাড়িগড়া সরকারি প্রাথমিক স্কুল মাঠে ইউনিয়নবাসীর আয়োজনে জনতার মুখোমুখি অনুষ্ঠানের আয়োজনটি করা হবে। জনতার মুখোমুখি এ আয়োজনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন এবং তাদের এমপিকে ইউনিয়নের উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করতে পারবেন এবং এমপি তার উত্তর দিবেন। নড়াইল-২ আসনের এমপি বাংলাদেশ ক্রিকেট দলের সফল তারকা মাশরাফি বিন মুর্তজাকে সোমবার বিকেলে এ প্রসঙ্গে জানার জন্য ফোন করলে তার ফোন বন্ধ ছিল।
তবে এমপির বাবা আওয়ামী লীগ নেতা গোলাম মুর্তজা স্বপন বলেন, দীর্ঘ ৪ বছরে এমপির কার্যক্রম, সফলতা-ব্যর্থতা, এলাকায় জনগণের জন্য কতটুকু করতে পেরেছেন বা পারেননি, সাধারণ মানুষের চাওয়া-পাওয়া এসব বিষয়ে জনগণ প্রশ্ন করবেন এবং উত্তর দিবেন এমপি। ধারাবাহিক এ অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানান।
প্রসঙ্গত, ব্যতিক্রমী এ ধরনের আয়োজন নড়াইলের কোনো জনপ্রতিধি কখনও করেননি।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ