ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বকাপ ফাইনাল ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন 

প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২২, ১৯:১৫

দেশের প্রতিটি জেলা ও উপজেলা নানা কারণেই খ্যাতি অর্জন করে। এগুলো মানুষের মধ্যে আলোচনাও তৈরি করে। কিংবা ওই খ্যাতির কথাটা বললেই মানুষের চোখে ভাসে সে জেলার নাম। দেশের ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা বিভিন্ন কারণে বিখ্যাত হলেও খেলাকে ঘিরে মারামারির ঘটনায় সমালোচনার তুঙ্গে রয়েছে। ফুটবল খেলা আসলেই মানুষের নজরে থাকে ব্রাক্ষ্মণবাড়িয়া। কী হচ্ছে সেখানে? এবারও কি সেখানে কোনো দুর্ঘটনা ঘটছে। কিংবা বড় ধরনের সংঘর্ষ। এমন আশঙ্কায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ। এর আগে গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরেও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল জেলা পুলিশ।

ফাইনাল ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস আর উত্তেজনার শেষ নেই। এ অবস্থায় খেলা শেষ হওয়ার পর সমর্থকরা যাতে কোনো ধরনের সংঘাতে না জড়ায়, সেজন্য ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন বলেন, ‘শহরের যে-কটি পয়েন্টে বড় পর্দায় খেলা দেখানো হবে, সেসব স্থানে টহলে থাকবে পুলিশ সদস্যরা। এছাড়া খেলাকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে শহরে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।’

মূলত ফাইনাল ম্যাচের আগেই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এছাড়া আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালের পরেও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এবার দুর্ঘটনা ও সংঘর্ষ এড়াতে পুলিশের এ ব্যবস্থা।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ