ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ঈশ্বরদী হানাদার মুক্ত দিবস কাল

প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২২, ১৭:১৯

১৯ ডিসেম্বর ঈশ্বরদী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে ঈশ্বরদী মুক্ত হয়।

ঈশ্বরদী শক্রমুক্ত হওয়ার আগে পাকসেনাদার সঙ্গে মুক্তিযোদ্ধাদের মূলত তিনটি যুদ্ধ সংঘটিত হয়। এগুলো হচ্ছে ২৯ মার্চ মাধপুরের যুদ্ধ, ৬ নভেম্বর খিদিরপুরের যুদ্ধ এবং ১১ ডিসেম্বর জয়নগরের যুদ্ধ। এছাড়াও এলাকায় ছোটখাটো গেরিলা কায়দায় আরও কয়েকটি আক্রমণ হয়েছিল।

১১ ডিসেম্বর কুষ্টিয়াতে মুক্তিযোদ্ধাদের অবরোধের মুখে পাকসেনারা ভেড়ামারা হয়ে পাকশীর পথে ঈশ্বরদীর দিকে আসতে শুরু করে। তারা পদ্মা নদীর ওপর হার্ডিঞ্জ ব্রিজের ওপর ট্যাংক, জিপ, লরি তুলে নিয়ে পার হওয়ার চেষ্টাকালে বিমান থেকে বোমা ফেলে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ১২ নং স্প্যান ভেঙে দেওয়ার ফলে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়।

পরে পাক সেনারা ফেরিযোগে পদ্মা নদী পার হয়ে পালাতে গেলে বহু শক্র সেনাকে বিমান থেকে মেসিনগানের গুলিতে হত্যা করে পালানোর চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। ১৯ ডিসেম্বর ঈশ্বরদী সম্পূর্ণরুপে শক্রমুক্ত হয়।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ