ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

৩ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় শুরু, তীব্র যানজট

প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২২, ০৯:২৮

ঘন কুয়াশার কার‌ণে বঙ্গবন্ধু সেতু‌তে সাড়ে তিন ঘণ্টা টোল আদায় বন্ধ থাকার পর সকাল ৮টা থেকে আবার শুরু হয়েছে। এতে মহাসড়‌কের তীব্র যানজটের সৃ‌ষ্টি হ‌য়েছে।

এর আগে ঘন কুয়াশার কার‌ণে রোববার (১৮ ডি‌সেম্বর) ভোর সা‌ড়ে ৪টা থে‌কে বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধ ছিল।

জানা গে‌ছে, ভোর থে‌কে ঘন কুয়াশা বে‌ড়ে যায়। এতে দৃষ্টিসীমার ৪০ মি‌টা‌রের কম হওয়ায় সেতু‌তে দুর্ঘটনা এড়া‌তে উভয়পা‌ড়ে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। ত‌বে কোনো দুর্ঘটনা হয়‌নি।

এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী ব‌লেন, ঘন কুয়াশার কার‌ণে কিছুই দেখা যা‌চ্ছিলো না। যার ফলে সেতু‌তে দুর্ঘটনা এড়া‌তে টোল আদায় বন্ধ রাখা হ‌য়ে‌ছিল। কুয়াশা ক‌মে যাওয়ায় সকাল সাড়ে ৭টার দিকে দৃ‌ষ্টিসীমা ৬০ মিটার অতিক্রম কর‌লে টোল আদায় শুরু হয়।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ