ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাতক্ষীরায় লকডাউনের মেয়াদ আরো বাড়ল

প্রকাশনার সময়: ১০ জুন ২০২১, ১৮:০৩

সাতক্ষীরায় লকডাউনের মেয়াদ আরো বাড়ানো হয়েছে। শনিবার থেকে ফের এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেতে থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক বলেন, প্রথম ধাপে সাতক্ষীরায় সাত দিন লকডাউন ঘোষণা করা হয়। তবে এ সময়ে করোনার ঊর্ধ্বগতি না কমায় চলমান লকডাউন আরো সাত দিন বর্ধিত করা হয়েছে। আগামী ১৭ জুন রাত ১২টা পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে। একই সঙ্গে আগের সব বিধিনিষেধ বহাল থাকবে।

তিনি আরো জানান, লকডাউনে ফার্মেসি, হাসপাতাল, ক্লিনিক অ্যাম্বুলেন্স এবং বিদ্যুৎ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান খোলা থাকবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনাকাটার জন্য সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। তবে দূরপাল্লা ও আন্তঃজেলা বাস চলাচল এ সময় বন্ধ থাকবে। বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচলও।

এদিকে করোনা উপসর্গ নিয়ে চার ঘণ্টার ব্যবধানে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে দুই নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ২৪০ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে অর্ধশতাধিক।

নয়া শতাব্দী/কেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ