ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউপি নির্বাচনে লড়ছেন ভিক্ষুক

প্রকাশনার সময়: ১৭ ডিসেম্বর ২০২২, ১২:৩৪

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় এলে প্রার্থীরা জনসাধারণকে প্রতিশ্রুতি দেন তারা নির্বাচনে জয়ী হতে পারলে মানুষের পাশে এসে দাঁড়াবেন। সকল ধরনের সহযোগীতা করবেন। কিন্তু নির্বাচনে জয়ী হলে দেখা যায় তার উল্টো।

এই ক্ষোভে ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে নির্বাচন করছেন আবদুল জলিল (লেদু)। তিনি পেশায় একজন ভিক্ষুক। ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করেন। তালা প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন আবদুল জলিল (লেদু)।

তার নির্বাচনী এলাকাতে সকাল-সন্ধ্যায় গণসংযোগসহ প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আবদুল জলিল। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুঠে যাচ্ছেন ভোটারদের কাছে। আবার অনেকেই প্রার্থী হিসেবে বাঁকা চোখে দেখছেন তাকে। এসব কিছুই পাত্তা না দিয়ে এগিয়ে যাচ্ছেন আবদুল জলিল।

নীলকমল ৯নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের মধ্যে অনেকেই বলেন, অসহায় ও গরীব দুঃখী মানুষের সেবা করতে ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছেন আবদুল জলিল।

মেম্বার প্রার্থী আবদুল জলিল বলেন, ইউপি নির্বাচনে ভোটের সময় এলে প্রার্থীরা সাধারণ মানুষের কাছে ছুটে আসেন বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে। কিন্তু নির্বাচনে জয়ী হলে দেখা যায় তার উল্টো। গরীবরা কিছু পায় না। বড়লোকদের সকল ধরনের সুযোগ সুবিধা দেন জনপ্রতিনিধিরা। সেই ক্ষোভ থেকেই আমি মেম্বার প্রার্থী হয়েছি। জয়ী হতে পারলে গরিব মানুষের সেবা করব এবং দুখে-সুখে তাদের পাশে দাঁড়াবো। এলাকার উন্নয়ন করব। ভোট যাতে সুষ্ঠু হয়, প্রশাসনের কাছে সেই দাবি করছি। আমার প্রতীক তালা।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ