বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবীদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘বিএনপি-জামাত বিরোধী জোট খুনি অপশক্তি এখনো দেশের শান্তি চায় না বলেই তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়।’
বৃহস্পতিবার (২ডিসেম্বর) বিকালে বরিশাল নগরীর সিটি কর্পোরেশন মোড়ে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ২যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি পূর্বক আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, বাংলাদেশের মাঠিতে জালাও পোড়াও খুনিদেন অশান্তির রাজনীতি শেখ হাসিনার দেশে আর করতে দেয়া হবে না। হাওয়া ভবনের সন্ত্রাসীরা আর কোনভাবে যেনো দেশের ক্ষমতায় আহরণ করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকার জন্য প্রস্তুত থাকতে হবে।
তিনি আরো বলেন, আমরা খালেদা জিয়ার মৃত্যু কামনা করি না। তিনি একজন দুর্নীতির মামলার সাজাপ্রাপ্ত আসামি তা সকলেই যানে। তারপরেও আমাদের মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাসায় থাকতে দিয়েছেন। ওনারা এখন খালেদা জিয়ার মৃত্যুকে পুঁজি করে সারাদেশের মানুষ জানাযার নামে ঢাকায় এনে ঢাকা শহরকে অচল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
নাছিম বলেন, আমাদের সরকার খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তার আনার অনুমতি দেওয়ার পরও তারা ডাক্তার না এনে দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায় বিএনপি জামাত জোটের নেতারা। তারা এখন হেফাজতের রাতের কথা ভুলে গেছে।
নাছিম আরও বলেন, ২৪ বছর পূর্বে এ দেশের পাহাড়ি অঞ্চলে রক্তের হানাহানি বন্ধ করে শান্তি ফিরিয়ে দিয়েছিল। আজ সেখানে লুঠতরাজ ও রক্তের হলি খেলা নেই সেখানে উন্নয়নের খেলা চলছে এখন আর রক্ত ঝড়ে না।
বরিশাল মহানগর সভাপতি অ্যাড. একে এম জাহাঙ্গির হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে অরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রব্বানী চিনু, আনিসুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো: ইউনুস, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও প্যানেল মেয়র গাজি নাঈমুল হাসান লিটু।
এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন সাবেক বরিশাল সদর সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ হিরন, সাবেক বরিশাল মহানগর সভাপতি অ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বেলুন-ফেস্টুন উড়িয়ে আনন্দ ও বর্ণাঢ্য র্যালির উদ্ধোধন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
পরে মেয়রের নেতৃত্বে ও আমন্ত্রিত কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি সিটি কর্পোরেশন মোড় থেকে হাতি, ঘোড়াসহ বিভিন্ন ডিসপ্লে নিয়ে বেড় হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ