আগামী বৈশাখ মাস থেকে ম্যানুয়ালি আর ভূমি কর দেওয়া যাবে না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘ডিজিটাল সার্ভের কাজ চলমান রয়েছে। ভূমি মালিকদের ল্যান্ড ওনারশিপ কার্ড (স্মার্ট কার্ড) দেওয়া হবে। এই অর্থবছরে কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।’
মন্ত্রী এ সময় ভূমি মন্ত্রণালয়ের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা জানিয়ে বলেন, ‘আমি বুকে হাত দিয়ে বলতে পারব, আমরা অনেকটা সাকসেসফুল, বাট মাঠপর্যায়ে সমস্যা এখনো রয়ে গেছে। মাঠপর্যায়ে ভূমি সেবায় এখনো কোনো কোনো জায়গায় কিছুটা জটিলতা আছে। সেগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে।’
এ সময় মন্ত্রীর কাছে সাংবাদিকরা জানতে চান যে, ভূমি মন্ত্রণালয় যাবতীয় কাজ করলেও সাব-রেজিস্ট্রেশনের কাজ করছে আইন মন্ত্রণালয়, এতে জটিলতা তৈরি হচ্ছে কিনা?
জবাবে মন্ত্রী সাইফুজ্জামান বলেন, ‘বিষয়টি সঠিক। এ ব্যাপারে সব পক্ষের মাধ্যমে কীভাবে বিষয়টা সহজ করা যায়, সে ব্যাপারে আলোচনা চলছে। এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর অনিয়মের কারণে অনেক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ