একাত্তরের পরাজিত শক্তি আবারো সক্রিয় হয়ে উঠেছে বলে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এমন শঙ্কার কথা জানান তিনি।
এ সময় ওবায়দুল কাদের বলেন, শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত যারা এখনও বিদেশে পলাতক আছে, তাদের ফিরিয়ে আনার বিষয়ে কিছু অগ্রগতি আছে। এ বিষয়ে সরকার যথেষ্ট সচেষ্ট। তবে পলাতকরা যেসব দেশে আছে, সেসব দেশের কিছু আইনি বিধানের কারণে সময় লাগছে।
তিনি আরো বলেন, পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা একাত্তরে পরাজিত হলেও সে প্রতিশোধ নিতে তারা আবারো সক্রিয়। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার মাধ্যমে সেই পরাজিত শক্তি প্রতিশোধ নিতে চাইছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এই ষড়যন্ত্র পরাহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ