দলের মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সমাবেশ শুরুর কথা থাকলেও তার আগেই কর্মসূচি শুরু হয়।
এদিকে মঙ্গলবার সকাল থেকেই বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পার্টি অফিসের সামনে জড়ো হতে থাকেন। তারা বিভিন্ন স্লোগান পুরো এলাকা প্রকম্পিত করেছেন। খালেদা জিয়া ও ফখরুলসহ গ্রেফতার সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দিয়ে যাচ্ছেন তারা।
আজকের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য দেবেন। সমাবেশের সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান।
এদিকে ফকিরাপুল মোড় ও নাইটিঙ্গেল মোড়সহ আশপাশের অলিগলি, হোটেল ভিক্টোরিয়ার নিচেসহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থায় নিয়োজিত আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ প্রসঙ্গে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, বিএনপির প্রতিবাদ সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে রাখা হয়েছে পুলিশ সদস্যদের।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ