ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘আজ থেকে এই সংসদ সম্পূর্ণ অবৈধ’ 

প্রকাশনার সময়: ১১ ডিসেম্বর ২০২২, ১১:৫৪

বিএনপির ৭ সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর দফতরে গিয়েছেন।

রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সশরীরে পদত্যাগপত্র জমা দিতে তারা সংসদ ভবনে যান।

এ সময় সংসদ ভবনের সামনে বগুড়া-৬ আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ সাংবাদিকদের বলেন, গতকাল সংসদ বন্ধ থাকায় আমরা ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছিলাম স্পিকারের কাছে। আজ আমরা সশরীরে পদত্যাগপত্র জামা দিতে এসেছি।

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন_`বিএনপির ৭ জন সংসদ সদস্য পদত্যাগ করলে কিছু যায়-আসে না।’ গত ৪ বছরে বিরোধী দল বলতে শুধু আমরা ৭ জনই ছিলাম। আর যে বিরোধী দল নামকা ওয়াস্তে আছে, তারা তো পোষা বিরোধী দল। এই পোষা বিরোধী দলের ৪টি বছর গীত-বন্দনা করতে করতেই গেছে। তাই আজকে থেকে সংসদে বিরোধী দলের প্রতিনিধিত্ব করার জন্য মানুষ তো নেই, মশা-মাছিও নেই। আমি মনে করি, আজকে থেকে সংসদ সম্পূর্ণ অবৈধ।

সিরাজ আরো বলেন, আমরা যখন জনগণের কথা বলতাম, ৩৫০ জনের মধ্যে শুধু ৭ জনের কথা জনগণ শুনতো। ৩৪৩ জন যারা কথা বলতো, সেটা শুধু দেয়াল শুনতো, মানুষ শুনতো না। জাতীয় পার্টি যখন কথা বলতো, মানুষ অন্য চ্যানেলে চলে যেত। আমাদের আন্দোলনের এটাই শুরু, পদত্যাগ দিয়ে শুরু করেছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম ও সংরক্ষিত মহিলা আসনের রুমিন ফারহানা।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ