ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আজই পদত্যাগপত্র দেবেন বিএনপির ৭ এমপি

প্রকাশনার সময়: ১১ ডিসেম্বর ২০২২, ০৮:৪১

আনুষ্ঠানিকভাবে আজ (১১ ডিসেম্বর) পদত্যাগপত্র জমা দেবেন বিএনপির সাত সংসদ সদস্য। রোববার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারা একত্র হয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র দেবেন।

শনিবার (১০ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে গতকাল (১০ ডিসেম্বর) দুপুরে গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপি থেকে নির্বাচিত সাত সংসদ সদস্য।

বিএনপির সংসদ সদস্যরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনে রুমিন ফারহানা।

এ প্রসঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদে আওয়ামী লীগের বিশাল সংখ্যাগরিষ্ঠতা আছে। বিএনপির সাতজন চলে গেলে সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই।

এছাড়াও বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধান্তকে ‘ভুল’ আখ্যায়িত করে তিনি বলেছেন, এর জন্য দলটিকে অনুতাপ করতে হবে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ