ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বিএনপির সমাবেশ শুরু

প্রকাশনার সময়: ১০ ডিসেম্বর ২০২২, ১১:০৯ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২২, ১১:১২
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। বেলা ১১টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ৪০ মিনিট আগেই সমাবেশ শুরু করে বিএনপি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এই সমাবেশ শুরু হয়। কোরআন তিলাওয়াতের আগে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা সমাবেশ মঞ্চে উঠে সংগীত পরিবেশন করেন।

এর আগে সকাল ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মো. শাহজাহান, আহমেদ আজম খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, জহিরুল হক, শাহজাদা মিয়া, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, মিজানুর রহমান মিনু, ভিপি জয়নাল, দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী সোহেলসহ অন্যরা সমাবেশ মঞ্চে এসে পৌঁছান।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাজধানী গোলাপবাগ মাঠে গণসমাবেশ আয়োজনের পুলিশি অনুমতি পাওয়ার পরই ভেন্যুতে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। ওই বিকেল থেকেই দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী গোলাপবাগ মাঠে জড়ো হতে থাকেন।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ