ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে আ’লীগের নেতাকর্মীরা

প্রকাশনার সময়: ১০ ডিসেম্বর ২০২২, ১০:৫৭

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শুক্রবার (০৯ ডিসেম্বর) রাত থেকে শহরের অলিতে-গলিতে, সংযোগ সড়কের মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সংঘবদ্ধভাবে অবস্থান করতে দেখা গেছে দলটির নেতাকর্মীরা। শনিবার সকাল থেকেও একইভাবে অবস্থান নেয়ার পাশাপাশি খণ্ড খণ্ড মিছিল এবং সতর্ক থাকা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।

আওয়ামী লীগের ঢাকা মহানগরের নেতারা জানিয়েছেন, প্রতিটি ইউনিট, ওয়ার্ড, থানা এবং স্থানীয় ও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেয়া হয়েছে। আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সব সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতিও একই নির্দেশনা রয়েছে। এ ছাড়া ঢাকার বাইরেও নেতকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

এদিকে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেনের নেতৃত্বে অবস্থান করছেন নেতাকর্মীরা। তিনি সকাল ৭টা থেকে সেখানে অবস্থান করছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমরা সকাল ৭টা থেকেই অবস্থান করছি। বিএনপি যেকোনো সময় বিশৃঙ্খলা করতে পারে, তাই আমাদের অবস্থান। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। বিএনপির সব নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীরা মাঠে থাকবে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ