বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

গোলাপবাগে ভোর থেকেই নেতাকর্মীদের ঢল

প্রকাশনার সময়: ১০ ডিসেম্বর ২০২২, ০৮:৩৩

নানা নাটকীয়তার পর গতকাল শুক্রবার বিএনপিকে রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিকেলে অনুমতি পাওয়ার পর থেকেই মাঠে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। সন্ধ্যা হতেই মাঠটি কানায় কানায় ভরে যায়। পরে বাকি নেতাকর্মীরা সমাবেশস্থলের আশপাশের সড়কে অবস্থান নেন।

এছাড়াও গণসমাবেশকে সফল করতে শনিবার (১০ ডিসেম্বর) ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসছেন নেতাকর্মীরা। সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে বেলা ১১টা থেকে।

ঢাকার বাইরে থেকেও বিএনপির বহু নেতাকর্মী এতে অংশ নিয়েছেন। তবে রাজধানীতে আসতে তারা বহু দুর্ভোগের শিকার হয়েছেন। অনেকে বার বার পুলিশি তল্লাশির অভিযোগ করেছেন।

আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান।

তবে সমাবেশের প্রধান উপদেষ্টা মির্জা আব্বাসের সভাপতিত্ব করার কথা ছিল। গ্রেফতার না হলে এতে প্রধান অতিথির বক্তব্য দিতেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ