ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সবার দৃষ্টি ঢাকায়

প্রকাশনার সময়: ১০ ডিসেম্বর ২০২২, ০৮:০৪

একজন নিহত , দলের মহাসচিবসহ চার শতাধিক নেতাকর্মীর গ্রেফতার, দলের কেন্দ্রীয় কার্যালয় তছনছ, গত তিন দিনে এমন উত্তাপ ছড়ানো অনেক ঘটনার পর আজ রাজধানীতে বিএনপি ঢাকার বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত যাচ্ছে।

শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে বিএনপি ঢাকার বিভাগীয় সমাবেশ নিয়ে দেশ-বিদেশের সবার চোখ এখন রাজধানী ঢাকার দিকে। কেননা সমাবেশকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগও রাজধানীজুড়ে সর্তক অবস্থান নিয়েছে।

এদিকে সমাবেশে ভেন্যু নিয়ে গত কয়েক দিন উত্তাপ ছড়ানো অনেক ঘটনার পর গতকাল শুক্রবার ঢাকায় সমাবেশের জায়গা পেয়েছে বিএনপি। এর আগে অন্তত বেশ কয়েকটি মাঠ নিয়ে প্রস্তাব, পাল্টাপ্রস্তাব দিয়েছিল পুলিশ ও বিএনপি। আগের দিন এসে গোলাপবাগ মাঠের অনুমতি পায় এবং সেখানেই আজ অনুষ্ঠিত হচ্ছে দলটির ঢাকা বিভাগীয় গণসমাবেশ।

শুক্রবার বিকেলের দিকে পুলিশ গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেয়। বেলা সাড়ে তিনটায় বিএনপি সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয়। এর এক ঘণ্টার মধ্যেই বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে ওই মাঠে জড়ো হতে থাকেন। সন্ধ্যার মধ্যেই মাঠ ভরে যায়। রাতেই নেয়া হয় মঞ্চ নির্মাণসহ অন্যান্য প্রস্তুতি।

এদিকে গণসমাবেশে বিএনপি কী বার্তা দেবে, সে বিষয়ে গতকাল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন—এসব দাবিতে কিন্তু আমরা সমাবেশগুলো করছি। কালকে এটারই সমাবেশ। এই সমাবেশ থেকে আমরা আগামী দিনে এই সরকারের বিদায়ের জন্য কতগুলো চার্টার অব ডিমান্ড ঘোষণা করব।’

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ