ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

পল্টন থানার মামলায় গ্রেফতার ফখরুল-আব্বাস : ডিবি

প্রকাশনার সময়: ০৯ ডিসেম্বর ২০২২, ১৪:২৭ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২২, ১৪:৪১

নয়া পল্টনে পুলিশের ওপর হামলা, পরিকল্পনা ও উসকানির অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে ডিবি প্রধান হারুন অর রশীদ এ তথ্য জানিয়েছেন। ডিবি প্রধান বলেছেন, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে ৮ তারিখের ঘটনায় তাদের নির্দেশদাতা হিসেবে গ্রেফতার করেছি।

পল্টন থানার মামলায় তাদের আদালতে নেওয়া হচ্ছে বলেও জানান ডিবি প্রধান। গত বুধবারের সংঘর্ষের ঘটনায় ওই মামলা হয়।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে তাদের তুলে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, রাত ৩টার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তার উত্তরার বাসা থেকে এবং ৩টা ২০ মিনিটে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ