গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার পর সেখানে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে বহু নেতাকর্মীকে কার্যালয় থেকে আটক করা হয়। এরপর যায় বাহিনীর ক্রাইম সিন ইউনিট।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকাল ৪টার পর কার্যালয়ের ভেতর থেকে ডগ স্কোয়াড নিয়ে বের হতে দেখা যায় বাহিনীর সদস্যদের।
এদিকে বিএনপি কার্যালয়ে ক্রাইম সিন ইউনিট কাজ করায় আজ সকাল থেকে ব্যারিকেড দিয়ে রাখা হয় নাইটিঙ্গেল ও ফকিরাপুল মোড়। কেবল জরুরি সেবার সঙ্গে জড়িতদের প্রবেশ করতে দেওয়া হচ্ছিল। বিকাল ৩টা ৫৫ মিনিটের দিকে খুলে দেওয়া হয় নাইটিঙ্গেল মোড় থেকে বিএনপি কার্যালয়ের বিপরীত দিকের সড়ক। তবে ফকিরাপুলে এখনো পুলিশের ব্যারিকেড রয়েছে।
মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এনামুল হক মিঠু জানান, ভেতরে তাদের ক্রাইম সিনের লোকজন কাজ করছেন। নিরাপত্তা বজায় রাখতে সবাইকে ঢুকতে দেয়া হচ্ছে না।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ