ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বরিশাল থেকে ঢাকায় বিএনপির ৫০ হাজার নেতাকর্মী

প্রকাশনার সময়: ০৮ ডিসেম্বর ২০২২, ১৭:৫৮

সমাবেশে যোগ দিতে বরিশাল বিভাগ থেকে প্রায় ৫০ হাজার বিএনপি নেতাকর্মী রাজধানী ঢাকার বিভিন্নস্থানে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ২টার দিকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানান, মহাসমাবেশে যোগ দিতে ইতিমধ্যে বরিশাল তথা গোটা বিভাগ থেকে অন্তত ৫০ হাজার নেতাকর্মী ঢাকার অবস্থান নিয়ে আছেন। তারা রাজধানীর বিভিন্নস্থানে আশ্রয় নিয়েছেন।

তারা বলেন, আগামী ১০ ডিসেম্বরের সমাবেশে এই অঞ্চলের নেতাকর্মীরা যেকোনো মূল্যে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে সমাবেশে যোগ দেবেন এবং রাজপথে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে শক্তপোক্ত ভূমিকা রেখে নিজেদের শক্তির জানান দেবেন।

বিএনপির এই দুই নেতা বলেন, সমাবেশ গণজোয়ারে রূপ নেওয়ার আভাস পেয়ে সরকার পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে। বরিশাল অঞ্চল থেকে কর্মী-সমর্থকেরা রাজধানীতে প্রবেশ প্রাক্কালে পথে পথে হয়রানির শিকার হচ্ছে। ইতিমধ্যে এই অঞ্চলের অন্তত শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাছাড়া আওয়ামী লীগের গুন্ডাবাহিনীরাও হামলা চালিয়ে অসংখ্য নেতাকর্মীকে রক্তাক্ত করেছে। কিন্তু তারপরেও সকল বাধা বিপত্তি উপেক্ষা করে ছাত্র-যুব ও বিএনপি নেতাকর্মীরা ঢাকায় আসছে, আসতেছে এবং আসবে।

আগামী দুদিনে আরও ৪০ হাজার নেতাকর্মী বরিশাল থেকে রাজধানীতে প্রবেশ করবে বলে জানিয়েছেন বিলকিস জাহান শিরিন।

বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খান এবং সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন জানান, তাদের নেতৃত্বে বরিশাল জেলা ও মহানগর থেকে অন্তত ২০ হাজার নেতাকর্মী রাজধানীতে অবস্থান নিয়ে আছেন। তারা আরও ৫/৭ দিন আগে ঢাকায় পৌঁছেছেন। অনুরুপভাবে পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর এবং বরগুনা থেকেও বিএনপি নেতাদের নেতৃত্বে ৩০ হাজারের বেশি কর্মী-সমর্থক সমাবেশে যোগ দিতে ঢাকায় গেছেন। এবং আগামী দুদিনে আরও কয়েক হাজার নেতাকর্মী রাজধানী যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ