পুলিশ নয়াপল্টন কার্যালয়ে সিমেন্টের ব্যাগে করে বোমা নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পুলিশ চাল পেয়েছে, এগুলো কি বিস্ফোরক? ১৬০ বস্তা চাল ও দু্ই লাখ পানির বোতল রাখার মতো জায়গা নেই সেখানে।
তিনি আরো বলেন, কার্যালয়ে থেকে দলের সদস্যদের দেয়া মাসিক চাঁদা ও ব্যাংকের চেক বই নিয়ে গেছে। কার্যালয়ে বিভিন্ন রুমের দরজা ভেঙে ফেলেছে।
মির্জা ফখরুল বলেন, নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনেই ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ হবে। এর মধ্য গ্রহণযোগ্য বিকল্প আমাদের কাছে আসলে বিবেচনা করে দেখা হবে।
দলের কার্যালয় পুলিশ ঘিরে রেখেছে এ অবস্থায় কীভাবে সেখানে সমাবেশ হবে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে দলটির মহাসচিব বলেন, ১০ ডিসেম্বর আমরা সেখানে যাব। এরপরই জনগণই ঠিক করবে কি হবে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ