ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি কার্যালয়ে তালা, নাইটিংগেল মোড়ে নেতা-কর্মীদের অবস্থান

প্রকাশনার সময়: ০৮ ডিসেম্বর ২০২২, ১২:৩৩

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে তালা ঝুলছে।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকালে কোনো নেতাকর্মীকে কার্যালয়ের ভেতরে ঢুকতে দেখা যায়নি। কার্যালয়ের মূল ফটকের বাইরে পাহারায় রয়েছে পুলিশ।

গতকালের সংঘর্ষের পর নয়াপল্টনের কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুলের দিকে যাওয়া এবং আসার রাস্তা বন্ধ রয়েছে। তবে এসব রাস্তায় পরিচয়পত্র দেখিয়ে হেঁটে চলাচল করতে পারছেন পথচারীরা।

এদিকে বৃহস্পতিবার সকালে আদালতে হাজিরা দিয়ে বেলা ১১টার দিকে কাকরাইল নাইটেঙ্গেল মোড় দিয়ে কেন্দ্রীয় কার্যালয় প্রবেশ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুলিশ তাকে ঢুকতে না দিলে বাধার মুখে ফিরে যেতে বাধ্য হন তিনি।

এ অবস্থায় বিজয়নগরের নাইটিংগেল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাদের 'জিয়ার সৈনিকরা এক হও লড়াই করো', 'পুলিশের বাধা মানি না মানবো না', 'জেগেছে রে জেগেছে জিয়ার সৈনিকরা জেগেছে'-এমন বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

সেখানে অবস্থান নেওয়া নেতাকর্মীরা বলছেন, একটি সভ্য দেশে এটা মানা যায় না। সমাবেশ বন্ধের পাঁয়তারা চলছে। কিন্তু আমাদের সমাবেশ পল্টনেই হবে।এ সময় বার বার পুলিশকে বিএনপি নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দিতে দেখা যায়।

এ প্রসঙ্গে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) বিপ্লব কুমার সরকার বলেন, বিএনপির কার্যালয় থেকে কাল অনেক বিস্ফোরক, বোমা উদ্ধার হয়েছে। নাশকতার চেষ্টা হয়েছে। যে কারণে নিরাপত্তার স্বার্থে নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত যানচলাচল ও সর্বসাধারণের চলাচল সীমিত করা হয়েছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ