ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি নেতা সিদ্দিক গ্রেফতার 

প্রকাশনার সময়: ০৭ ডিসেম্বর ২০২২, ১৫:৩৪

ঢাকা মহানগর উত্তর বিএনপির তুরাগ থানাধীন ৫২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিককে উত্তরার একটি অফিস থেকে মঙ্গলবার সন্ধ্যার দিকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) তুরাগ থানার ওসি মওদুদ হাওলাদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে তুরাগ থানায় হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে, ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে দলটির নেতাকর্মীদের মাঝে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। ঢাকাসহ সারাদেশে গায়েবি মামলা দেয়া ও গ্রেফতার চলছে বলে জানান নেতাকর্মীরা।

ডিএমপি সূত্রে জানা গেছে, ৪ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত শুধু ঢাকাতেই বিএনপির ১ হাজার ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে দলটির কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরব হয়ে উঠছে নয়াপল্টন। বাড়ছে নেতাকর্মীদের উপস্থিতি। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল থেকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সামনে বিএনপি নেতাকর্মীদের অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা গেছে। ১০ ডিসেম্বরের গণসমাবেশ ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে গত কয়েকদিন ধরেই নয়াপল্টন কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নয়াপল্টন কার্যালয়ে প্রবেশের দুপাশে ফকিরাপুল ও নাইটেঙ্গেল মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি রাখা হয়েছে সাজোয়া যান ও জলকামান।

পুলিশের পক্ষ থেকে নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। পুলিশ বিএনপিকে ২৬ শর্তে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে। তবে সেখানে বিএনপি সমাবেশ করতে নারাজ। প্রথম দিকে তারা নয়াপল্টনেই সমাবেশ করতে নিজেদের অনড় অবস্থানের কথা জানায় দলটি। পরে অবশ্য সোহরাওয়ার্দীর বিকল্প স্থানে অনুমতি পেলে ‘বিবেচনা’ করার কথা জানিয়েছে বিএনপি। বিএনপি ‘বিকল্প স্থান’ চাওয়ার পর পুলিশ টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ও পূর্বাচলে সমাবেশ করার অনুমতি দেওয়ার ব্যাপারে গ্রিন সিগন্যাল দেয়। তাতে সাড়া দেয়নি বিএনপি। ফলে ১০ ডিসেম্বরের গণসমাবেশের স্থান নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ