আগামী শনিবার (১০ ডিসেম্বর) বিএনপিকে পল্টনে গণসমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।
বুধবার (০৭ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে হায়াতুল ইসলাম বলেন, বিএনপিকে পল্টনে সমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেয়া হয়নি। আমরা (ডিএমপি) আগের সিদ্ধান্তেই (সোহরাওয়ার্দী উদ্যান) আছি।
এদিকে বুধবার সকালে সরজমিনে দেখা যায়, নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েক প্লাটুন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এ সময় তাদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
নয়াপল্টন কার্যালয়ে প্রবেশের দুই পাশে ফকিরাপুল ও নাইটেঙ্গেল মোড়ে রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ, সাজোয়া যান, জলকামান।
এ প্রসঙ্গে জানতে চাইলে ডিসি হায়াতুল ইসলাম খান বলেছেন, বিএনপিকে সমাবেশ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে অনুমোদন দিয়েছে ডিএমপি। সেখানেই তাদের সমাবেশ করতে হবে। অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের অবস্থানে কঠোর থাকবে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ