ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপির পল্টন কার্যালয়ে রান্নার আয়োজন

প্রকাশনার সময়: ০৭ ডিসেম্বর ২০২২, ১০:২৩

আগামী ১০ই ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ। তবে সমাবেশের আর মাত্র ৩ দিন বাকি থাকলেও এখনো ভেন্যু নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসায় বাড়ছে উত্তাপ। সরকারের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেয়া হলেও বিএনপি নয়াপল্টন বা আশেপাশের এলাকায়ই সমাবেশ করতে চায়। এজন্য আলোচনা চলছে। নেতারা বলছেন, সমাবেশ হবে।

এমন অবস্থার মধ্যেও নেতাকর্মীদের আনাগোনা বেড়েছে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। ঢাকার বাইরে থেকেও অনেকে এসে পৌঁছেছেন দলের কর্মসূচিতে। তাদের সবার জন্য খাওয়ার আয়োজন করছে বিএনপি।

এজন্য কার্যালয়ের নিচতলায় করা হয়েছে রান্নার আয়োজন। আর বিপুল পানির বোতল মজুত করা হচ্ছে ভেতরে।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) রাতে নয়াপল্টন কার্যালয়ে দেখা গেছে, নিচ তলায় খিচুড়ি রান্নার জন্য পেঁয়াজ ও রসুনসহ মসলা তৈরিতে ব্যস্ত একদল কর্মী।

জানা গেছে, রাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের শীর্ষ নেতা গোলাম মাওলা শাহিনের পক্ষ থেকে খিচুড়ির আয়োজন করা হয়।

দিনেও রান্না হয়েছে খিচুড়ি, যা আগত সবাই খেয়েছেন। অন্যদিকে গাড়ি ভরে পানির বোতল আনতে দেখা গেছে। প্রায় লাখ খানের ছোট পানির বোতল আনা হয়েছে বলে দলটি সূত্রে জানা গেছে।

ঢাকা মহানগর ছাত্রদলের একজন নেতা বলেন, সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। আমরাও কয়েক দিন ধরে এখানে আছি। সমাবেশ সফল করে বাড়ি যাব।

তিনি আরো বলেন, আজ থেকে নেতাকর্মীরা সমাবেশে আসতে শুরু করবে বলে আমাদের জানানো হয়েছে। ঢাকা জেলার নেতাকর্মীদের আসতে বলা হয়েছে। এছাড়া সারাদেশ থেকে নেতাকর্মীদের আসতে নিষেধ করা হয়েছে। যারা আসবে, তাদের নিজ দায়িত্বে আত্মীয় স্বজনের বাসায় থাকতে বলা হয়েছে।

অন্যদিকে কার্যালয়ের ভেতরেও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী আপাতত অবস্থান করবে বলে জানা গেছে। তাদের জন্যই নিয়মিত খাবারের ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় গত কদিন ধরেই অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জলকামান এনে রাখা হয়েছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ