বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছে। তবে এখনো হয়নি নতুন কমিটি।
এবার আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছাত্রলীগের ৩০তম সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রার্থীদের নাম প্রস্তাব হবে এ অধিবেশনে। সেটি নেত্রীর (আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা) কাছে পাঠানো হবে প্রস্তাবের পক্ষে সমর্থন ও পাস করে। পরে নেত্রী তা যাচাই-বাছাই করে কমিটি ঘোষণা করবেন।
এসময় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় তার বক্তব্যে বলেন, সবার সিভি আমরা এখান থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠাব। আমাদের সবচেয়ে বড় অভিভাবক তিনি। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত হবে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য তার বক্তব্যে জানান, আমরা আপনাদের (প্রার্থী) সবার নাম আজ দ্বিতীয় অধিবেশন থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠাব।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ