দীর্ঘ ছয় বছরে কমিটি না দেওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ইস্কাটনের বাসার নিচে বিক্ষোভ করেছেন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার (৪ ডিসেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা তার বাসার নিচে কিছুক্ষণ অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয়।
এর আগে রাত সাড়ে ১০টার দিকে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়কে নিউমার্কেটের ৩নং গেটের সামনে অবরোধ করে রাখেন তারা। পরে রাত ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো তারা সেখানে বিক্ষোভ করছেন।
এদিকে, সায়েন্সল্যাবে বিক্ষোভ চলাকালে ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের চার নেতার গাড়ি আটকে দেয় বিক্ষোভকারীরা। রাত ১১টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের গাড়িবহর আটকে দেওয়ার ঘটনা ঘটে।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ