ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাবেক অর্থমন্ত্রী মুহিত করোনা মুক্ত

প্রকাশনার সময়: ১৫ আগস্ট ২০২১, ০১:২৫ | আপডেট: ১৫ আগস্ট ২০২১, ০১:২৮

সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন। শনিবার (১৪ আগস্ট) তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

আবুল মাল আবদুল মুহিতের ভাই ও বাংলাদেশ পল্লী শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবুল মাল আবদুল মুহিত পুরোপুরি সুস্থ হলে আমরা স্বস্তি পাব। কারণ, করোনা সংক্রমিত ব্যক্তি নেগেটিভ হওয়ার পরও বিভিন্ন শারীরিক জটিলতায় পড়তে পারেন।

তিনি বলেন, মুহিত আগের মতো খেতে পারছেন না। তিনি খুবই দুর্বল হয়ে পড়েছেন। মুখে ঘা হয়েছে অনেক বেশি। স্বাভাবিকভাবে পানি পান করতেও তার অনেক কষ্ট হচ্ছে।

সাবেক এই অর্থমন্ত্রীর দেহে করোনাভাইরাসের উপস্থিতি না থাকলেও সংক্রমনের নেতিবাচক প্রভাব রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা‌।

পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক নানা দুর্বলতা থাকার পরও মুহিত প্রতি রাতে নির্ধারিত সময়ে ঘুমাতে যান। সকালবেলা ঘুম থেকে উঠেন। প্রতিদিনই সংবাদপত্র পড়েন। তারপর তিনি নাস্তা খান।

আবুল মাল আবদুল মুহিতের ভাগ্নি জামাই ড. আহমদ আল কবীর বলেন, তার শারীরিক অবস্থা খুবই দুর্বল। বিষয়টি নিয়ে আমরা চিন্তিত। তারপরও হাসপাতালে চেয়ারে বসে তিনি নিয়মিত সংবাদপত্র পাঠ করেন। আমরা সাবেক এই অর্থমন্ত্রীর আশু রোগমুক্তি কামনা করছি। তার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।

গত ২৪ জুলাই ৮৭ বছর বয়সী সাবেক অর্থমন্ত্রীর আবুল মাল আবদুল মুহিতের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে রাজধানীর বনানীর বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। এই অবস্থায় ২৮ জুলাই বিকেলে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। আবদুল মুহিত করোনা টিকার দুটি ডোজই নিয়েছিলেন। আবুল মাল আবদুল মুহিত ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের পর রাজনীতি থেকে অবসর নেন। তিনি এ পর্যন্ত ১২টি বাজেট উপস্থাপন করেন, এর মধ্যে ১০টি আওয়ামী লীগ সরকারের আমলে।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ