ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শোকের পোস্টারে নিজের ছবি ব্যবহার না করে প্রশংসিত এড. মিঠু

প্রকাশনার সময়: ১৫ আগস্ট ২০২১, ০০:৪২

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী। প্রতিবছর এই দিবসটি আসলেই বাঙ্গালিদের মধ্যে এক ধরনের শোকাবহ পরিবেশ বিরাজ করে। বিশেষ করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা-কর্মীদের দেখা যায় শোক দিবস পালনের পাশাপাশি আত্মপ্রচারের প্রতি নজর দিয়ে থাকেন। অধিকাংশরাই দেখা যায় বঙ্গবন্ধু পরিবারের নিহতের স্বজনদের ছবির পাশাপাশি ব্যানার-ফেস্টুনে নিজের ছবি দিয়ে প্রচার করে থাকেন। এতে নিজেদের ছবিটি অনেক বড় করে হাইলাইট করে থাকেন। এ নিয়ে সব সময় আলোচনা-সমালোচনা চলছে। তবে এবার ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু।

তিনি এবারের শোক দিবসের পোস্টারে বঙ্গবন্ধু ও তার পরিবারকে স্মরণ করেছেন। কিন্তু এতে নিজের কোন ছবি ব্যবহার করেননি।

এ ব্যাপারে জানতে চাইলে অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু বলেন, বঙ্গবন্ধু হচ্ছেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। তিনি দলমত নির্বিশেষে সবার শ্রদ্ধা ও ভালবাসার মানুষ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলেও সত্য যে, আমাদের দলীয় কিছু নেতাকর্মী দিবসটির গুরুত্ব যথার্থভাবে অনুধাবন করতে না পারায় সবসময় নিজেদের আত্মপ্রচারের জন্য বঙ্গবন্ধু ও তার পরিবারের ছবি ছোট করে নিজেদেরকে বড় করে প্রচার করেন। আমি এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে অনেক কথা বলেছি এবং আজও বলছি যে আমাদের নীতিনির্ধারকরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন যেন বঙ্গবন্ধুর প্রতি যথাযথ সম্মান বজায় থাকে। বঙ্গবন্ধুর প্রতি সঠিক মর্যাদা দিলে বাঙালি জাতির প্রতি মর্যাদা দেওয়া হয়। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর যথার্থ মর্যাদা দিতে পারলেই এগিয়ে যাবে বাংলাদেশ।

বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী, ইতিহাসবিদ ও গবেষক ড. গোলাম ফারুক বলেন, রাজনীতিতে চিন্তাশীলতা থাকা দরকার। ১৫ আগস্ট আমাদের শোকের দিন। শোকের চেতনা ধারণ করতে প্রচারে সাঁটানো হয় ব্যানার-ফেস্টুন। নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের ছবির পাশাপাশি নিজের আত্মপ্রচারনা মূলক ছবি ব্যবহার না করাই উত্তম। রাজনীতিতে বোধবুদ্ধি বিবেচনায় প্রখর ভাবে খাটানো সরকার। রাজনীতিবিদদের চিন্তাশীলতা সাধারণ মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে।

কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও সংগঠক এড. শহিদুল হক স্বপন বলেন, আমরা সব কিছুতে অচেতন হয়ে গেলে চলবে না। যারা সুস্থ রাজনীতির চর্চা করেন তাদের সাধুবাদ জানাই। তাদের সাথে আমাদের বন্ধুত্ব সবসময়ের।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ