নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও বেলা ১১টায় শুরু হয় সমাবেশ। বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গণসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বর্তমানে স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন।
দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদ সহ নানা ইস্যুতে সিলেটে বিএনপির আজকের এই সমাবেশে। দুপুরের পর সমাবেশে আসবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্য দেবেন ড. মঈন আলী, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
এদিকে গতকাল শুক্রবার থেকেই মিছিল সহকারে নেতাকর্মীরা সিলেটের আলীয়া মাদরাসা মাঠে আসতে থাকেন। সমাবেশ উপলক্ষে বিশৃঙ্খলা ঠেকাতে সিলেটের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ