মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

রাজধানীতে আমরা সমাবেশ করবই : মির্জা ফখরুল  

প্রকাশনার সময়: ১৬ নভেম্বর ২০২২, ১৪:৫৭

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ। ওই দিন রাজধানীতে কী হচ্ছে, এরই মধ্যে নানা মহলে এমন আলোচনা চলছে। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ যেভাবে এই সমাবেশকে ঘিরে রাজধানীতে পাল্টা কর্মসূচিসহ সতর্ক পাহারা বসানোর পরিকল্পনা করছে, তাতে আলোচনা আরো ভিন্ন মাত্রা পাচ্ছে। ফলে ১০ ডিসেম্বর আসলেই ঢাকায় কী হতে যাচ্ছে, তা নিয়ে রাজনীতিতে নতুন একটা পরিস্থিতির আভাস দিচ্ছে।

এদিকে বিএনপির পক্ষ থেকে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে যে অনুমতি চাওয়া হয়েছে, সে বিষয়ে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত হবে বলে বলে জানিয়েছে ডিএমপি।

এ বিষয়ে দেশের শীর্ষ স্থানীয় দৈনিক পত্রিকাকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমাবেশ আমরা করবই। অনুমতি না দিলেও আমরা সমাবেশ করব।

তিনি বলেন, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেছি। আগামী প্রতিটা সমাবেশও শান্তিপূর্ণ হবে।

মির্জা ফখরুল বলেন, সমাবেশের অনুমতি না দেয়ার অর্থ হবে, সরকার সমস্যা তৈরি করতে চায়। তারা চায় দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে। যদি সরকার অনুমতি না দেয়, এর জন্য যদি কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, তাহলে তার পুরো দায় সরকারের।

এছাড়াও বুধবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আমাদের লক্ষ্যে অটল ও অটুট থাকব। এবার আমাদের বিজয় অর্জন করতেই হবে; আর কোনো বিকল্প নেই।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ