মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

ছাত্রলীগের সম্মেলন নিয়ে যা বললেন বাহাউদ্দিন নাসিম

প্রকাশনার সময়: ১৫ নভেম্বর ২০২২, ১৬:৩১ | আপডেট: ১৫ নভেম্বর ২০২২, ১৭:২৯

আগামী ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন হচ্ছে না বলে জানা গেছে। তবে সংগঠনটির সম্মেলনের তারিখ পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম নয়া শতাব্দীকে বলেন, ছাত্রলীগের সম্মেলনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত নেওয়া হলে জানিয়ে দেওয়া হবে।

এদিকে ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন হচ্ছে না নিশ্চিত করে সংগঠনটির সহ-সভাপতি তিলোত্তমা শিকদার নয়া শতাব্দীকে বলেন, সভাপতি-সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। এরপরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবিষয়ে তারাই বিস্তারিত বলতে পারবেন।

অন্যদিকে ছাত্রলীগের আরেকটি সূত্র জানিয়েছে, আগামী ৮ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে পারে।

সর্বশেষ ২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন হয়। ওই বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতির দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান গোলাম রাব্বানী। কিন্তু জাহাঙ্গীরনরগ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প থেকে চাঁদা দাবিসহ নানা নেতিবাচক কর্মকাণ্ডের অভিযোগে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে শোভন-রাব্বানীকে পদ থেকে অব্যাহতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আল-নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়।

২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয় ও লেখককে ‘ভারমুক্ত’ করা হয়। এরপর থেকে তারা যথাক্রমে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ