আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে দ্বিতীয়বারের মতো জাতীয় পার্টি (জাপা) থেকে মনোনয়ন পেয়েছেন মহানগর সভাপতি ও বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে দলের চেয়ারম্যানের পক্ষে মহাসচিব মজিবুল হক চুন্নু মনোনয়নপত্র দেন। মোস্তফার পক্ষে পার্টির ভাইস চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এসএম ইয়াসির মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এসএম ইয়াসির।
এদিকে মনোনয়ন পেয়ে রংপুরকে স্বপ্নের নগরী হিসেবে গড়তে নগরবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা চেয়েছেন মোস্তাফিজার রহমান মোস্তফা। সেই সাথে দলের চেয়ারম্যান ও মহাসচিবসহ রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটিতে তৃতীয়বারের মতো ভোটগ্রহণ হবে। নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। ০১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ০৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেয়া হবে ০৯ ডিসেম্বর।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ