ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছাত্রলীগের সম্মেলনের আগে আর কোনো কমিটি নয় : নাছিম

প্রকাশনার সময়: ১২ নভেম্বর ২০২২, ১৫:১৬ | আপডেট: ১২ নভেম্বর ২০২২, ১৬:০৯

আগামী ৩ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আর এ সম্মেলনের আগে নতুন করে আর কোন কমিটি দিতে পারবে না ছাত্রলীগ। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে মুঠোফোনে নয়া শতাব্দীকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

কেন এ সিদ্ধান্ত নেয়া হলো- এমন প্রশ্নের জবাবে বাহাউদ্দিন নাছিম নয়া শতাব্দীকে বলেন, ‘সংগঠনের স্বার্থে, সংগঠনের ভালোর জন্য সার্বিক বিবেচনায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং এ সিদ্ধান্তের ব্যাপারে ছাত্রলীগ নেতৃবৃন্দকে ইতোমধ্যেই জানিয়ে দেয়া হয়েছে।’

জানা গেছে, গত ৪ নভেম্বর ছাত্রলীগের সম্মেলনের তারিখ চূড়ান্ত হওয়ার পর ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব বেশ কিছু শাখার কমিটি দেওয়ার পর বিতর্ক তৈরি হয়। তাই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের সর্বশেষ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ