ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইডেনের ছাত্রলীগ নেত্রীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের নির্দেশ

প্রকাশনার সময়: ১১ নভেম্বর ২০২২, ০৮:০১ | আপডেট: ১১ নভেম্বর ২০২২, ০৮:০৩

বহিষ্কৃত ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে উপস্থিত ছাত্রলীগের দেখভালের দায়িত্বে নিয়োজিত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ইডেনের কমিটির ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। সে সময়ে ছাত্রলীগের যে ক’জন নেত্রীকে বহিষ্কার করা হয়েছিল তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হোক। তিনি এই নির্দেশ তাৎক্ষণিকভাবে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে পৌঁছে দিতে বলেন।

বাহাউদ্দিন নাছিম তখনই ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ফোন করেন। তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বার্তা পৌঁছে দিয়ে জাহাঙ্গীর কবির নানকের কাছে ফোন হস্তান্তর করেন। নানক তখন লেখককে ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলিয়ে দেন।

এর আগে ইডেন কলেজে ছাত্রলীগের এক সহ-সভাপতিকে মারধর করেন সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা। এর প্রতিক্রিয়ায় অন্যান্য সহ-সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদককে মারধর করেন। এরপর ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করে এবং কলেজ ছাত্রলীগের ১৬ নেত্রীকে বহিষ্কার করে। ইতিমধ্যে কমিটি বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

সূত্র জানায়, ইডেন ছাত্রলীগ নেত্রীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টিতে ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করেন আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সদস্য আবদুল আউয়াল শামীম। তিনি উল্লেখ করেন, বহিষ্কৃতরা দলীয় কার্যালয়ে অনশন করার জন্য এসেছিলেন। তখন বহিষ্কারাদেশ প্রত্যাহারের আশ্বাস দেয়ার পরিপ্রেক্ষিতে তারা অনশন না করে ফিরে যান।

শামীমের এই বক্তব্য আমলে নিয়ে ওবায়দুল কাদের নানক ও নাসিমকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের নির্দেশ দেন।

ইডেন কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সোনালী আক্তার জানান, তারা এখনও এ বিষয়ে কিছু জানেন না। তবে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ ছাত্রলীগের শীর্ষ নেতাদেরও তারা অনুরোধ জানিয়েছিলেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করতে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে বেশ কয়েকবার ফোন করা হলেও তারা কেউ ফোন ধরেননি।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ