ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি : সাহিদুর রহমান টেপা

প্রকাশনার সময়: ০৫ নভেম্বর ২০২২, ১৬:০৪

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জাতীয় কৃষক পার্টির সভাপতি সাহিদুর রহমান টেপা বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি; এই দুই দলের দুঃশাসনের বিরুদ্ধে মানুষ আজ সোচ্চার। মানুষ চায় সুস্ঠু ভোটের মাধ্যমে জাতীয় পার্টি সরকার গঠন করুক। তৃণমূল পর্যায়ে সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টি মানুষের কাছে পৌঁছতে চায়। আগামী ২০২৩ সালে জাতীয় পার্টি ৩০০ আসনেই একক প্রার্থী দিয়ে নির্বাচন করবে।

শনিবার (৫ নভেম্বর) বেলা ১২টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির দুঃশাসনে হত্যা, লুণ্ঠন, চাঁদাবাজি থেকে আরম্ভ করে কোনো কিছু বাদ ছিল না। আর বর্তমান সরকার বিএনপির এক ডিগ্রি ওপরে গিয়ে সন্ত্রাস, রাহাজানি, ধর্ষণ, ও চাঁদাবাজি করছে। ৫০০ টাকার বালিশ হচ্ছে ১৭ হাজার টাকায়। কোটি কোটি টাকা পাচার হচ্ছে বিদেশে।

নড়াইল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজের সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট জহুরুল হক, জাপার চেয়ারম্যানের উপদেষ্টা নাজনিন সুলতানা, জাপার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু, শেখ আলমগীর হোসেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, এবি এম লিয়াকত হোসেন চাকলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা যুবায়ের হোসেন, জাতীয় কৃষক পার্টির ভাইস চেয়ারম্যান শেখ জামাল প্রমুখ।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ