ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বরিশালে বিএনপির মহাসমাবেশ শুরু

প্রকাশনার সময়: ০৫ নভেম্বর ২০২২, ১৩:৩১ | আপডেট: ০৫ নভেম্বর ২০২২, ১৩:৪১

বরিশালে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ শুরু হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও গণসমাবেশ বাস্তবায়ন উপ-কমিটির মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব আবু নাসের মো. রহমাতুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সব বাধা উপক্ষো করে জেলা-উপজেলার নেতাকর্মীরা এর মধ্যে বেলস পার্কে হাজির হয়েছেন। এর আগেও ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা ও রংপুরের বিভাগীয় সমাবেশে একইভাবে সব পরিবহন বন্ধ করে দিয়ে সমাবেশ বানচাল করতে চেয়েছিল। কিন্তু তাতে সফল হয়নি। বরিশালেও জনজোয়ার অব্যাহত রয়েছে। আমরা একটু আগেই সমাবেশ শুরু করেছি।

তিনি আরও বলেন, আমরা আন্দোলন-সংগ্রামের মাধ‌্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করবে ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে। আম‌াদের এ আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন।

অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, মামলা-হামলা, গুম, হত্যা, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় মহাসমাবেশে বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। এদিকে স্লোগানে মুখর বরিশালের বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক)। এই সমাবেশ সফল করতে ক্রমশই বাড়ছে নেতাকর্মীদের ভিড়।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ