ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপির সমাবেশ ঘিরে বরিশালে উত্তেজনা

প্রকাশনার সময়: ০৫ নভেম্বর ২০২২, ০৭:৪০

বিভিন্ন নাটকীয়তা ও বাধা উপেক্ষা করে বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ।

শনিবার (০৫ নভেম্বর) দুপুর ২টায় সভা মঞ্চে শুরু হবে মূল আলোচনা। গণসমাবেশের সার্বিক প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

এদিকে আজ দুপুর থেকে সমাবেশ হওয়ার কথা থাকলেও গত বৃহস্পতিবার (০৩ নভেম্বর) থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। এতে সমাবেশের শুক্রবার রাতেই ভরে গেছে নগরীর বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক)।

বিএনপির সমাবেশ ঘিরে বরিশালেও মালিক পক্ষ বন্ধ করে দিয়েছে গণপরিবহন। বরিশাল থেকে ছাড়ছে না কোনো বাস। বন্ধ রয়েছে লঞ্চসহ সবধরনের নৌযান। কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরিশাল। এতে অন্তহীন কষ্ট পোহাতে হচ্ছে জনসাধারণকে।

অপরদিকে বিএনপিকে একদম মাঠ ছেড়ে দিতে রাজি নয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা নগরীতে মোটর সাইকেল মহড়া দিচ্ছেন। এতে উত্তেজনা বিরাজ করছে গোটা নগরীজুড়ে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় উৎকণ্ঠা রয়েছে জনমনে।

এদিকে সমাবেশের আগের রাতেই সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে অবস্থানরত নেতাকর্মী ও মঞ্চ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার রাত ৯টার পরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাদ, আমির খসরু মাহবুব চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা একে একে সমাবেশস্থল ঘুরে যান ও প্রস্তুত হওয়া মঞ্চ পরিদর্শন করেন। এ সময় মঞ্চ ঘিরে নেতাকর্মীদের স্লোগানে গোটা বঙ্গবন্ধু উদ্যান মুখর হয়ে ওঠে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ