ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘গ্রেফতার-হামলা-মামলা করে বিএনপিকে দমানো যাবে না’

প্রকাশনার সময়: ০৩ নভেম্বর ২০২২, ২২:০০

গ্রেফতার, হামলা-মামলা দিয়ে বিএনপিকে দমানো যায়নি, ভবিষ্যতেও দমাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। বলেছেন, সারাদেশে বিএনপির জোয়ারে দিশেহারা সরকার, নানা কৌশলে বিএনপিকে দমাতে চাইছে। বিএনপিকে দমাতে নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশী, গ্রেফতারের মতো জঘন্য কর্মকাণ্ড শুরু করেছে বলেও অভিযোগ করেন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে ‘আগামী ১০ ডিসেম্বর ঢাকা সমাবেশ সামনে রেখে ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী, ডেমরা এবং বিকেলে নিউমার্কেট ও ধানমন্ডি থানা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের যৌথ কর্মীসভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু’র সঞ্চালনা কর্মীসভায় আরো বক্তব্য রাখেন- বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ঢাকা দক্ষিণ সিটির বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি, আ ক ম মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক নবীউল্লাহ নবী, ইউনুস মৃধা, সিরাজুল ইসলাম সিরাজ, নগর বিএনপি নেতা কে এম জোবায়ের এজাজ, আবুল খায়ের লিটন, আকবর হোসেন ভূঁইয়া নান্টু, আবদুল হাই পল্লব, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আহবায়ক গোলাম মাওলা শাহীন, সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউদ্দিন সেন্টু, সাধারণ সম্পাদক জাকির হোসেন, শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক সুমন ভূঁইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক পাভেল সিকদার, সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, মহানগর পূর্ব ছাত্রদলের আহবায়ক খালিদ হাসান জ্যাকী।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ