ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাপার গঠনতন্ত্র প্রণয়ন কমিটিসহ আরো ৬ জন অন্তর্ভুক্ত 

প্রকাশনার সময়: ৩০ অক্টোবর ২০২২, ১৪:১৪

জাতীয় পার্টির (জাপা) আসন্ন ২৬ নভেম্বরের জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে গঠন করা হয়েছে তিন সদস্যর গঠনতন্ত্র প্রণয়ন কমিটি।

কমিটির আহবায়ক সাবেক প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম, সদস্য সচিব বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ ও সাবেক এমপি এমএ গোফরানকে সদস্য করা হয়েছে।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্'র সুপারিমক্রমে এই কমিটি অনুমোদন দিয়েছেন পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সম্মেলনের আহবায়ক বেগম রওশন এরশাদ।

রোববার (৩০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে, সম্মেলন প্রস্তুতি কমিটিতে আরো ৬ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ (নড়াইল), এডিশনাল পিপি অ্যাডভোকেট শেখ মিজানুর রহমান (সাতক্ষিরা), এমএ জাহের(ব্রাহ্মণবাড়িয়া), আব্দুল কাদের জুয়েল (কুমিল্লা),এমএ কায়উম (হবিগঞ্জ) কামরুজ্জামান পল্টু (চট্টগ্রাম মহানগর)।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ