জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বরের জন্য একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রোববার (৩০ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, বর্তমান একটা অস্বস্তিকর কঠিন পরিস্থিতিতে ৭ নভেম্বর আমাদের কাছে, দেশের মানুষে কাছে অত্যন্ত জরুরি। ৭ নভেম্বরের চেতনা নিয়ে আজকে আবার বাংলাদেশকে মুক্ত করতে হবে, আজকে আবার জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশকে মুক্ত করতে হবে।
৭ নভেম্বরের কর্মসূচি জানিয়ে তিনি বলেন, ভোরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারপারসনের কার্যালয়সহ সারাদেশে দলের কার্যালয়সমূহে দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ১১টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা জানানো হবে।
উল্লেখ, এই দিনকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, আওয়ামী লীগ ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ এবং জাসদ ‘সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ