ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠনের সম্মেলনের নির্দেশ

প্রকাশনার সময়: ৩০ অক্টোবর ২০২২, ১৩:০২

বাংলাদেশ ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠনের সম্মেলনের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

রোববার (৩০ অক্টোবর) ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান।

গণভবনে জেলায় যেভাবে বর্ধিত সভা করে সেভাবে প্রতি সপ্তাহে এক দিন দুই জেলার সভা গণভবনে অনুষ্ঠিত হবে বলে জানান দলের সাধারণ সম্পাদক।

আওয়ামীলীগের চলমান রাজনৈতিক সমাবেশ-সম্মেলন সম্পর্কে কাদের বলেন, আওয়ামী লীগের সম্মেলনের প্রক্রিয়া নিয়মিত ঘটনা। বিএনপির সাথে পাল্টাপাল্টি সমাবেশের কোন ঘটনা নয়।

করোনার আগে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। এবার তিরি সরাসরি চট্টগ্রামে উপস্থিত থাকবেন। এরপর অন্যান্য জেলায়ও পর্যায়ক্রমে সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান কাদের।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, আব্দুর রাজ্জাক, ফারুক খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, উপদেষ্টামণ্ডলীর সদস্য শাহাবুদ্দিন চুপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রমুখ।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ