বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলে সংসদ ভেঙে যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার (৩০ অক্টোবর) আওয়ামী লীগের আসন্ন জাতীয় কাউন্সিল উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপির এমপিরা) পদত্যাগ করলে সংসদের কিছু যাবে আসবে না। বিএনপির কোনো সভা-সমাবেশে বাধা সৃষ্টি করেনি আওয়ামী লীগ। পরিবহনের লোকজন বিএনপিকে ভয় পায়। তাই তারা ধর্মঘট ডাকে।
বিএনপির সঙ্গে আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশ করছে কি-না এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি সমাবেশ করেনি। নিয়মিত সম্মেলনের অংশ এটি। বিএনপির রংপুরের সমাবেশের সঙ্গে মিল নেই। বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কর্মসূচি নয়, এটা রুটিন ওয়ার্ক।
সরকারের সেতুমন্ত্রী কাদের আরও বলেন, জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িক শক্তি ছাড়া বিএনপির সভা সমাবেশ অচল। সাম্প্রদায়িক শক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি। বিএনপি আগুন সন্ত্রাস করতে আসুক তা জনগনকে নিয়ে প্রতিহত করা হবে। আগুন সন্ত্রাস করতে দেয়া হবে না।
উল্লেখ্য, রংপুরের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের নির্দেশ পেলে বিএনপির সংসদ সদস্যরা সংসদ থেকে পদত্যাগ করবেন।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ